বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আপনারা সবাই মানুষের কাছে যাবেন আমাদেরকে মানুষের মন জয় করতে হবে। তারেক রহমানের ৩১ দফার মধ্যে একটি দফা রয়েছে যুবকদের জন্য। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ১৮ মাসের মধ্যে ১ কোটি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল এগারোটায় শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়মের সমাধি মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে যুব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ৩১ দফায় নারীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ফ্যামিলি কার্ডেরও ব্যবস্থা করা হবে। প্রথমে ৫০ লক্ষ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। আমাদের যারা মা বোনেরা আছেন ফ্যামিলি প্রধান তারাই এই ফ্যামিলি কার্ডটা পাবেন। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা রয়েছে সেইগুলো মানুষের দ্বার প্রান্তে যুবদলের নেতাকর্মীদেরকে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে ১৯ দফার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিবেন এবং তারেক রহমান দীর্ঘদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে ইনশাআল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রাফি উদ্দিন রিয়াদ, সদস্য সাইফুল ইসলাম আপনসহমহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।