সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালিত হবে ৩১ দফার ভিত্তিতে

গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক দেশ থেকে বিতাড়িত হয়েছে। জনগণের বিজয় হয়েছে, জুলুম-অত্যাচারের অবসান ঘটেছে। মন্তব্য করেছেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মা্মুন মাহমুদ। 

তিনি বলেন, এই অত্যাচারী শাসকরা একদিন না একদিন আমাদের প্রতিরোধের মুখে বিদায় নিতে বাধ্য হবে। আমাদের বিশ্বাস ছিল আল্লাহর উপর যে, এই জুলুম আল্লাহ্ সহ্য করতে না পেরে একদিন না একদিন এমন পতন দিবেন, এই দলটি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুন মাহমুদ আরও বলেন, এই দেশ আমাদের পূর্বপুরুষদের রক্তে অর্জিত। তাই দেশকে সঠিক পথে রাখার দায়িত্ব আমাদের। আমরা যদি দেশকে সুশাসনের পথে ফিরিয়ে না আনতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম দুর্ভোগ ও অনিরাপত্তায় দিন কাটাবে। 

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থা ও রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে।  বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ পরিচালিত হবে জনগণের মতামতের ভিত্তিতে, আইনের শাসনের ভিত্তিতে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফার ভিত্তিতে।

সভায় সভাপতিত্ব করেন নাসিক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান এবং সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. কবির হোসেন প্রমুখ।

Leave a Reply

Back to top button