বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন টিটু

ফতুল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার ২৬ অক্টোবর জালকুড়িতে এ গণসংযোগে পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতা, রিক্সা চালকদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
এসময় টিটু প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান। বলেন, ৩১ দফায় যে বার্তাগুলো আছে, সেগুলো আপনারা আপনাদের পরিবার ও সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিবেন। এখন সময় এসেছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পুনর্গঠনের।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, ফতুল্লা থানা বিএনপি’র কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মাতবর, সহ যুগ্ন সম্পাদক আনিসুর রহমানসহ থানা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

