সারাদেশ
বিএনপির ৩১ দফার পক্ষে জনমত গঠনে সোনারগাঁয়ে রিফাতের মতবিনিময়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও তৃণমূলের জনগণের সাথে বিএনপির পক্ষে জনমত তৈরির লক্ষ্যে সোনারগাঁয়ে আলোচনা ও মতবিনিময় করেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব গোলাম মুহাম্মদ কায়সার রিফাত। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি এ কর্মসূচি পালন করেন। এসময় তার সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।