সারাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের গ্রীন চাইনিজ রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।

এ সময় আর উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, শ্রমিক দলের জেলা সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা তাঁতি দলের সভাপতি এডভোকেট শুক্কুর মাহমুদসহ প্রমুখ।

সভায় সিদ্বান্ত হয়, আগামী পহেলা সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সাইনবোর্ড এলাকায় সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। এর আগে, সকালে  ২০২২ সালে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী শাওনের কবরে ফাতেয়া পাঠ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাবেন নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী থানা ও পৌরসভা এলাকায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, মৎস্য অবমুক্ত করণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং সামাজিক কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। 

 

Leave a Reply

Back to top button