সারাদেশ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের মামলায় আসামী ৩৩৭

শহরের চাষাঢ়ায় বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর, জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টিসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে করা মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ৩৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩শ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাখাওয়াত ইসলাম রানা, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক সিকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর বিএনপির সদস্য মাকিত মুস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন অপু, জেলা বিএনপির নেতা মো. লুৎফর রহমান খোকা, বন্দর উপজেলার বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন ভূইয়া, বন্দর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন শিশির, সাবেক ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ প্রমুখ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, ‘থানার উপপরিদর্শক মফিজুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ, বুধবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে লাঠিসোটা নিয়ে অতর্কীত হামলা চালায় জোসেফ বাহিনীর লোকজন। এসময় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়। হামলাকারিরা একটি মোটর বাইক, অটো রিকশা ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ঘটায়।

Back to top button