সারাদেশ

বিএনপির তিন নেতাকে নিয়ে খোকার বক্তব্য টক অব দ্যা নারায়ণগঞ্জ

টক অফ দ্যা নারায়ণগঞ্জ হলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা। ‘বিএনপি নেতা শাহআলমকে মনোনয়ন না দিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুলকে ঘেরাও করবে’ এমন বক্তব্যে নারায়ণগঞ্জ বিএনপির মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। 

গতকাল ২৩ জুলাই বুধবার ফতুল্লায় একটি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে খোকা বলেন, ফতুল্লাকে নিয়ে যদি এবার আপনারা ষড়যন্ত্র করেন আপনাদেও ছাড় দেওয়া হবে না। এ খেলা আপনারা আর খেলবেন না। ধানের শীষ ছাড়া এখানে আর কিছু চলবে না। খবরদার ঢাকা থেকে কেউ কলকাঠি নাড়বেন না। শাহ আলমের কাছ থেকে এ আসন বঞ্চিত করবেন না। শাহ আলমের জন্য আমরা নমিনেশন আনবো। দরকার হলে আমরা তারেক রহমান, বিএনপির মহাসচিব ও খালেদা জিয়াকে ঘেরাও করবো। 

খোকার বুধবারের বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন জগতে সমালোচনার ঝড় ওঠে। সময় সকাল অনলাইনে ভিডিও ও খবর আকারে ওই বক্তব্য প্রকাশিত হলে দেশ ও দেশের বাইরে থাকা পাঠকরা নানা মন্তব্য করেন। অনেকে তার এই বক্তব্য শাহ আলমের মনোনয়ন বারোটা বাজিয়ে দিলো বলে আখ্যা দেন ফেসবুকে।

মুহাম্মদ মাসুদ নামে এক পাঠক লিখেছেন, হায় হায় বড় ভাই এটা কি বললেন? আপনি শাহ্আলম ভাই এর পক্ষে কথা বললেন না বিপক্ষে কথা বললেন। সিকদার পান্না নামে একজন লিখেছেন, হেতে পুরা পাগল। সুজন মোল্লা নামে একজন লিখেছেন, পাগল নাকি মাদকাসক্ত। রনি নামের একজন বলছেন, ভাই আপনার কি ডায়াবেটিস বাইরা গেছে। দল যাকে নমিনেশন দিবে তার সাথেই আমরা আছি। আমরা সবাই জিয়া পরিবার। ডাক্তার দেখান ডায়াবেটিস কমান ভাই। ইউসুফ আহমেদ নামে একজন বলেছেন, শাহআলমের বেতনভুক্ত কর্মচারী।

Leave a Reply

Back to top button