বিএনপির তিন নেতাকে ঘেরাওয়ের ঘোষণা, ক্ষমা চাইলেন সেই বিএনপি নেতা

দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা।
গতকাল ২৩ জুলাই বুধবার ফতুল্লায় একটি সভায় খোকা বলেন, ‘শাহ আলমের জন্য আমরা নমিনেশন আনবো। দরকার হলে আমরা তারেক রহমান, বিএনপির মহাসচিব ও খালেদা জিয়াকে ঘেরাও করবো।’
তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তীব্র প্রতিক্রিয়া দেখান স্থানীয় বিএনপি নেতারা।
এর পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কিছু শব্দ অতিরঞ্জিত হয়ে বলে ফেলেছি। এখানে আমিও ব্যাথিত হয়েছি। আমার মতো প্রবীন নেতার মুখে এ শব্দ আমাকে ব্যথিত করেছে এবং বিএনপির সকল নেতাকর্মী ব্যথিত হয়েছে। একটি বিশেষ মহল এই ছোট অংশটাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। যারা আমার বক্তব্যে আঘাত পেয়েছেন সকলের কাছে ক্ষমা চাইছি।’