বিএনপির ইউনিয়ন সভাপতিকে শোকজ

দলীয় শৃঙ্খলা কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফতুল্লা থানার আওতাধীন কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান রতনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী সব অনুষ্ঠান, বিএনপি সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে।
গত ৫ আগষ্ট ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বারি ভূঁইয়ার স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়েছে।
স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আপনি ২৩ সালের ৭ জুন তারিখ থেকে উল্লেখিত পদে সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। দায়িত্বে থাকাকালীন অবস্থায় আপনার সাংগঠনিক এলাকায় আপনি মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকীর সকল কর্মসূচী এবং দলীয় সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন দলীয় কর্মসূচী পালন থেকে বিরত রয়েছেন। থানা বিএনপির সাথে সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে ক্রমাগতভাবে আপনার অনুপস্থিতি সংগঠনের প্রতি দায়বদ্ধতার অভাব এবং দলীয় শৃঙ্খলা বিরোধী বলে সুস্পষ্টভাবে প্রতিয়মান হয়।
এমতাবস্থায়, এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটি লিখিত জবাব দিতে আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।