বিএনপির অসুস্থ নেতাদের খোঁজ নিলেন টিটু

ওমরা থেকে ফিরে এসে ফতুল্লার বিভিন্ন ওয়ার্ডের অসুস্থ নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
শুক্রবার বিকালে দীর্ঘদিন ধরে অসুস্থ ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেনকে দেখতে তার হাজিগঞ্জ গ্রামের বাসভবনে যান তিনি। এ সময় অসুস্থ এই নেতার শারীরিক অবস্থাসহ সার্বিক খোঁজখবর নেন বিএনপির এই নেতা।
এরপর ফতুল্লা ইউনিয়ন বিএনপির সদস্য ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপুকে দেখতে তার বাসভবনে যান তিনি। এসময় টিপু টিটুকে দেখে জরিয়ে ধরে বলে ‘আমি দেখতাছি আমার বড় ভাই আমকে দেখতে আসছে, আমি খুব খুশি’।
এসময় টিটু বলেন, আমি আপনাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেখতে আসছি এবং আপনাদের খোঁজখবর নিতে আসছি। এটা আমার দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ পারভেজ মিয়া, ৮নং ওয়াড যুবদলের যুগ্ম সম্পাদক জুবায়ের হোসেন বাবু, যুবদল নেতা রুবেল, জহির, অপু, সুমন, রনি, সেলিম, হৃদয়, ইমরান বাবু,পাপ্পু,,সুমন, আলাউদ্দিনসহ প্রমুখ।