বিএনপিতে যোগদানে মাসুদকে সাদরিলের ফুলেল শুভেচ্ছা

সদ্য বিএনপিতে যোগদান করা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মডেল গ্রুপের কর্ণধার ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় মাসুদের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তাদের মধ্যে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে জিএম সাদরিলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক মো. রবিন, সহ-সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সহ-দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ রনি এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো. সেলিম শেখ।
গত ২২ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল তুলে দিয়ে মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন।