সারাদেশ

বার নির্বাচন: জামায়াত পন্থী আইনজীবীদের ব্যাপক প্রচারণা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত সবুজ প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও ব্যাপক প্রচার-প্রচারণা করে ভোট প্রার্থনা করেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালত প্রাঙ্গণে প্যানেলের প্রার্থীরা গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী এড. হাফিজ মোল্লা, সাধারণ সম্পাদক এড. মাঈনুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এড. জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি এড. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল-আমীন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরী সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক এড. নূর-ই-আলম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মাসুদুর রহমান, কার্যকরী সদস্য এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. তাওফিকুল ইসলাম দিপু, এড. সাইফুল ইসলাম।

Leave a Reply

Back to top button