বাপ বেটা দুশ্চিন্তায়!

সোনারগাঁয়ে একচ্ছত্র প্রভাব বিস্তার করা বাপ-বেটা নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন। বাপ বেটা বলতে যাদেরকে বুজাচ্ছে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবকে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন নির্বাচনী এলাকা সোনারগাঁয়ের সাথে সিদ্বিরগঞ্জের সীমানা সংযুক্ত করা হয়েছে। আসন পূনবিন্যাস হলেও এ আসনের প্রভাবশালী বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে খাইরুল ইসলাম সজিব কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
সূত্র জানায়, হাসিনা সরকার ৫ আগষ্টের পর পালিয়ে গেলে পুরো সোনারগাঁকে নিয়ন্ত্রণ করে নেন এ বাপ বেটা। নতুন নিয়মে সীমানা পূনবিন্যাসে সিদ্বিরগঞ্জ সংযুক্ত হওয়ায় চরম বিপাকে পড়ে গেছেন তারা। দীর্ঘ সময় তার বলয়ে রাজনীতি করা নেতারা এবার তার বলয় ত্যাগ করতে পারেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোনারগাঁয়ে মান্নান ও তার ছেলের বিশাল কর্মীবাহিনী থাকলেও সিদ্বিরগঞ্জে কর্মীবিহীন তারা। এমনকি সিদ্বিরগঞ্জবাসীর সাথে নেই তাদের নারীর টান। নির্বাচনী মাঠে টিকে থাকতে হলে অনেকটাই বেগ পোহাতে হবে তাদেরকে।