বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যৌথভাবে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।
যৌথভাবে কাঁচপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় অন্য একটি র্যালীর নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি।
সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম (বিডিআর), সহ-সভাপতি মনিরুজ্জামান, তাজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আব্দুর রউফ, জয়নাল মেম্বার আলমগীর হোসেন, শহীদ সরকার, হান্নান বেপারী, মোহাম্মদ আলী, শফিউল আলম বাচ্চু, আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক ফজল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, ক্রিড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, যুববিষয়ক সম্পাদক নোবেল মীর, সহ ছাত্রবিষয়ক সম্পাদক ইমরান ফারুক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ফজলু রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাউসার আহম্মেদ, উপজেলা জাসাসের সভাপতি আমীর হোসেনসহ তৃণমূল বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে টিপুর্দী প্রদক্ষিন করে মোগরাপাড়া চৌরাস্তায় এসে র্যালীটি শেষ হয়।