সারাদেশ
বন্দর থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

বন্দর থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন (৪৮), এবং মুছাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার ও একই ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মাহাবুব আলম (৫৮)।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্টের পর থেকেই নাজিম উদ্দিন ও মাহাবুব আলম পলাতক ছিলেন। রোববার দুপুরে বন্দর থানায় দায়ের করা বৈষম্য বিরোধী মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।