সারাদেশ

বন্দরে সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

বন্দরে মাদক মামলার এক বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নয়নকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২২ অক্টোবর) বিকেলে বন্দর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার নয়ন বন্দর উপজেলার নূরবাগ এলাকার সেলিম হাসান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নয়ন বন্দর থানায় দায়েরকৃত মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।বন্দর ফাঁড়ির এএসআই বিরাজ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়নকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নয়নকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Back to top button