বন্দরে পুলিশের ওপর হামলার মামলায় ব্লেড জনী গ্রেপ্তার

বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তানভির হাসান জনী ওরফে ব্লেড জনী (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তানভির হাসান জনী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তাকে বন্দর থানায় দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে ব্লেড জনীকে গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৬ অক্টোবর) রাতে কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
তথ্য সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে প্রেমিক যুগল সাবদী এলাকায় ঘুরতে গেলে বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী কাটা সিফাত ও তার সহযোগীরা তাদের আটক করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা কাটা সিফাতকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু থানায় নেওয়ার পথে উৎপেতে থাকা সিফাতের সহযোগীরা পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে এসআই জামাল উদ্দিন (৪২), কনস্টেবল মোবারক (৪৮) ও শিহাবকে (৩৫) বেধড়ক মারধর করে এবং কাটা সিফাতকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, পুলিশ আক্রান্তের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ব্লেড জনীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপটিও উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।