সারাদেশ

বন্দরে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেফতার

বন্দরে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে নবীগঞ্জ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে তিনটি সুইসগিয়ার, একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো ছুরি ও একটি ক্ষুর উদ্ধার করা হয়।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সিফাত (১৯) নবীগঞ্জ উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, সিফাত এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী সিন্ডিকেটের সদস্য। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। অভিযান পরিচালনাকারী এসআই ইদ্রিস আলী বাদী হয়ে সিফাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Back to top button