বন্দরে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত

বন্দর উপজেলার কুড়িপাড়া স্কুলমাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। ওই যুবক হাবিবুর (২৮) সোনারগাঁ থানার কাঁচপুর মধ্যপাড়া এলাকার মো. চান মিয়ার ছেলে।
এর আগে, গত ২৭ আগস্ট দুপুরে স্থানীয়রা নদীর তীরে মাথাবিহীন লাশ দেখতে পেয়ে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই জানান, বৃহস্পতিবার লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে প্রযুক্তিগত সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়। নিহত হাবিবুরের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মাথা কেটে আলাদা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও দায়ীদের গ্রেফতারে তদন্ত চলছে। হাবিবুরের মা মোসা ফিরোজা বেগম ও ভগ্নিপতি মো. জসীম বৃহস্পতিবার সন্ধ্যায় মর্গে লাশ শনাক্ত করেন।