সারাদেশ

বন্দরে ইউপি চেয়ারম্যান কামাল গ্রেপ্তার

বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে বন্দরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বুধবার (৬ আগস্ট) দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ কামাল হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। 

আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Back to top button