বন্দরে আগষ্টেই ৫০ মামলা

গত আগস্ট মাসে নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধে মোট ৫০টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ২টি, ডাকাতি ১টি, ধর্ষণ ১টি, দস্যুতা ১টি, নারী ও শিশু নির্যাতন ২টি, চুরি ৩টি, মাদক ২৮টি এবং মারামারিসহ অন্যান্য অপরাধে ১০টি মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, এ সময়ে বন্দর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে মহিলাসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৬৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০৪ বোতল ফেনসিডিল ও ১০০ পুরিয়া হেরোইন।
এছাড়া আগস্ট মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর মামলার ৪৭ জন, জিআর মামলার ৭২ জন এবং দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, গত মাসে হওয়া মোট ৫০টি মামলার মধ্যে এককভাবে মাদক মামলাই সর্বাধিক, যা ২৮টি। বন্দরে মাদক ব্যবসা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।