সারাদেশ
বন্দরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বন্দরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. রাজিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম, ফায়ার সার্ভিস কর্মকর্তা সঞ্চয় খান,থানা পুলিশের প্রতিনিধি উপ- পরিদর্শক জাকির হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ ফয়সাল কবীর প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক,বাল্যবিবাহ সহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।