বক্তাবলীর ব্রিজ আমি ছাড়া কেউ করতে পারবে না

বক্তাবলীর যাতায়াতের দূর্ভোগ লাঘবে এপার থেকে ওপারের জন্য সহজভাবে একটি রাস্তা করার ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বক্তাবলীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষনা দেন।
রনি বলেন, স্বাভাবিকভাবে যেন আপনারা হাটা চলা করতে পারেন ও এপার থেকে ওপারে দৌড়াইয়া আসতে পারেন সহজভাবে আমি আপনাদের একটা রাস্তা করে দিবো। ইতিপূর্বে আমি বক্তাবলীবাসীর জন্য কিছু কাজ হাতে নিয়েছি। যেটা আপনারা জানেন না, আমি জানি। আমি একটি রাস্তার কাজ না, আরও ৭টি রাস্তার কাজ করে দিচ্ছি। ৭টি রাস্তার কাজ এলজিডিতে ও উপজেলাতে দরখাস্ত দিয়েছি। আগামী ৩ মাসের মধ্যে ৭টি রাস্তার কাজের টেন্ডার হয়ে যাবে।
তিনি আরও বলেন, অনেকে বক্তাবলীর ব্রিজ নিয়ে কথা বলেছে; আমি বলতে চাই, এ ব্রিজ আমি ছাড়া কেউ করতে পারবে না। ব্রিজের কাজ আনার জন্য বিভিন্ন কৌশল লাগে যেটা আমি আবার বাবার কাছ থেকে শিখেছি। কিভাবে কাজ আনা লাগে সেটা আমার বাবা জানে। নারায়ণগঞ্জে আর কেউ জানে না। আমি যে কাজটি করতে পারবো সেটা যারা প্রার্থী হয়েছে তারা পারবে না। তারা অধিকাংশ হওয়ার পর করবে, আর আমি হওয়ার আগেই করছি।
যুবদলের এ নেতা বলেন, আমি মেইড ইন নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে আমার জন্ম। আমি নারায়ণগঞ্জের বাইরে থেকে আসি নাই। আমি নারায়ণগঞ্জে ছোট থেকে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছি। আপনাদের জন্য যদি মায়া থাকে সেটা আমার থাকবে, অন্য কারো থাকবে না।