সারাদেশ

ফের পেছাল আজাদের জামিন শুনানি

নাশকতার একাধিক মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের জামিন আবেদন আগামী ২৯ এপ্রিল শুনানির জন্য নির্ধারণ করেছে আদালত।

বুধবার (১৩ মার্চ) সকালে জামিন শুনানির তারিখ ধার্য থাকলেও আদালত তা শুনানির জন্য ২৯ এপ্রিল পরবর্তী দিন ধার্য্য করেছেন। 

জানা যায়, উচ্চ আদালত থেকে ২৯ অক্টোবর পরবর্তী বিভিন্ন থানায় দায়েরকৃত বিভিন্ন নাশকতার মামলায় জামিন পাবার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে জামিন আবেদন করলে আদালত ১৩ মার্চ শুনানির দিন ধার্য করেন। পরবর্তীতে আজ আদালতে হাজির হলে আদালতে শুনানি হয়নি। 

এর আগে জামিন শুনানি নিতে সকালে আদালতে হাজির হন আজাদ। তার আসার খবরে জড়ো হন আজাদের অনুগামী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তার আইনজীবী ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, আজ শুনানি হওয়ার কথা ছিলো তা হয়নি। আদালত জামিন শুনানির জন্য ২৯ এপ্রিল পরবর্তী দিন ধার্য্য করেছেন।

Back to top button