সারাদেশ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বারদীতে বিক্ষোভ

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরতা, মানুষ হত্যা ও দেশ দখলের চেষ্টার প্রতিবাদে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অনেককে ফিলিস্তিনির পতাকা হাতে দেখা গেছে।

বুধবার বাদ জোহর বারদী মারকাজ মসজিদের সামনে বারদী ইউনিয়নের মারকাজ মসজিদ ও সোনারগাঁ মুসলিম তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।

বারদী বাজার মারকাজ মসজিদের ইমাম মাওলানা শামীমুল ইসলাম শামীমের সঞ্চালনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেম বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বারদী বাজার মারকাজ মসজিদের সভাপতি লায়ন মাহবুবুর রহমান বাবুল।

তিনি বলেন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসার উপরে ইজরাইলের বর্বোরচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ থাকতো শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে কাফনের কাপড় পড়ে ইসরাইলিদের বিপক্ষে গিয়ে দাঁড়াতাম। বুকের তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনি মা-বোনদের ইজ্জত রক্ষা করার চেষ্টা করতাম। যেহেতু আমাদের ফিলিস্তিন যাওয়ার সুযোগ নেই সেহেতু আমাদের করণীয় হচ্ছে আল্লাহর দরবারে ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য দোয়া করা। যাতে মহান আল্লাহ যেন ফিলিস্তিনি ভাইদেরকে বিজয় দান করেন।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক, বারদী আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ইব্রাহিম মিয়া, পরমেশরদী মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতী মোঃ হারুন অর রশিদ, মাওলানা সিদ্দিকুর রহমান, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাজমুল হক, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল ইবু, আলী মিয়া প্রধান, মোঃ বিল্লাল হোসেন, জামান মিয়া প্রমূখ।

সমাবেশ শেষে উপস্থিতিদের নিয়ে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি বারদী বাজার ও নোয়াগাঁও ইউনিয়নের পরমের্শদী এলাকা প্রদক্ষিন করেন।

Back to top button