ফতুল্লার সব সাংবাদিকদের দালাল বললেন সার্কেল এসপি হাসিনুজ্জামান
ফতুল্লার সব সাংবাদিকদের দালাল বললেন সার্কেল এসপি হাসিনুজ্জামান

স্টাফ রিপোর্টার (Somoysokal) ফতুল্লার সব সাংবাদিকরা দালাল। থানায় ওসি ও এসপির রুমে বসে দালালী করেন তারা। আপনারা থানায় ফিজিক্যালী ভাবে আসবেননা,তথ্যের প্রয়োজন হলে ওসি কিংবা তদন্তের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তথ্য নিবেন। তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে মারমুখী আচরন করেন। তিনি তাৎক্ষনিক তদন্তকে নির্দেশ দেন আপনি এখনই থানার বাহিরে একটি সাইনবোর্ড সাটিয়ে দিবেন এখন থেকে থানায় সাংবাদিকদের প্রবেশ নিষেধ। মঙ্গলবার দুপুরে ফতুল্লায় মডেল থানায় ২য় তলায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল এর কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এমনটাই বললেন অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো.হাসিনুজ্জামান।
জানা যায়, সোমবার (১৭ মার্চ) দুপরে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি থেকে একটির অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এ এস আই আশিকুর রহমান এক সমন্ময়কের পরিচিত এক মেয়েকে ফেসবুক মেসেঞ্জারে কটুক্তি করার অপরাধে মুন্না নামের একজনকে আটক করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসে। ঐদিন সন্ধ্যায় উক্ত সমন্ময়ক পরিচয়ে লুবনা নামে এক মেয়ে থানায় আসেন। এ নিয়ে রাতভর দেন দরবার কার্যকর না হওয়ায় মঙ্গলবার দুপুরে ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন এর কক্ষে তার উপস্থিতিতেই উক্ত কটুক্তকারী জুতা পেটা করতে উদ্যত হন উক্ত মেয়ে সমন্ময়কারী। এ নিয়ে উক্ত যুবকের পক্ষে থানায় আসা স্থানীয়রা তদন্তকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এ বিষয়ে তারা মামলা করবেন। পরবর্তীতে উক্ত মেয়ে সমন্ময়কারীকে নিয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল এর কক্ষে নিয়ে যান। বিষয়টি জানার জন্য কয়েকজন সাংবাদিক তার কক্ষে প্রবেশ করলে তিনি সাংবাদিক নাম শুনতে পেরেই ফতুল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপরোক্ত আচরন করেন।
এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল মো.হাসিনুজ্জামান এর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।