সারাদেশ
ফতুল্লায় ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লায় ৪ শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শাসনগাঁও এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
এসময় মেসার্স এম. আর. ইয়ার্ণ ডাইং কারখানা পূর্বে বিচ্ছিন্ন গ্যাস লাইন ব্যবহার করে অবৈধভাবে এক টন ও ৩০০ কেজি ক্ষমতাসম্পন্ন দুটি বয়লারে পরিচালনা করে আসছিল। এ অপরাধে সংযোগটি স্থায়ীভাবে বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করে।
তিতাস এনায়েতনগর-কাশিপুর ফতুল্লা শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, আমরা নিয়মিতভাবেই এ ধরনের অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।