সারাদেশ

ফতুল্লায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামীকাল শুক্রবার ফতুল্লায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

তিতাস বলছে, বিসিক শিল্পনগরী এলাকায় গ্যাস সংযোগের কাজ চলার কারণে ১১ ঘণ্টা বন্ধ রাখা হবে গ্যাস সরবরাহ। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের গ্যাস সংযোগের জন্য ৮ ইঞ্চি ব্যাসের ৬৩২ মিটার দীর্ঘ নতুন বিতরণ লাইন নির্মাণ কাজ করা হবে। এ সময় পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত বিসিক শিল্পনগরী, কাশিপুর, মুন্সিগঞ্জ ও সংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Leave a Reply

Back to top button