সারাদেশ

ফতুল্লায় রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

‘দ্রুত রাস্তা সংস্কার করো, জনদুর্ভোগ বন্ধ করো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চবটি থেকে পুলিশ লাইন ও ‍বিসিক নারায়ণগঞ্জ পযর্ন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লাবাসী।

রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষ রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চবটী মসজিদ মার্কেটের সামনে এই মানববন্ধন করেন।

মানববন্ধনের আয়োজন করেন বৃহত্তর ফতুল্লা থানাধীন সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দ। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। 

পঞ্চবটি থেকে পুলিশ লাইন পযর্ন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। এই ব্যাপারে ইতিমধ্যে পত্র-পত্রিকাতেও লেখালেখি হয়েছে। এছাড়া বিসিক শিল্পনগরীতে কর্মরত লাখো শ্রমজীবী মানুষ ভাঙা সড়কের কারণে সময়মতো কাজে যোগ দিতে পারছে না, যার ফলে শ্রমিক ও গার্মেন্ট মালিক উভয়েই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

মানববন্ধনে বক্তব্য দেন- এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম, ব্রাদার্স ক্লাবের এডমিন সাইফুল ইসলাম সজিব, বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লবসহ প্রমুখ। বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান।

Leave a Reply

Back to top button