ফতুল্লায় যৌথ অভিযানে ১৬ মাদকসেবীকে কারাদণ্ড

ফতুল্লা মডেল থানার চানমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ঘটনাস্থলে উপস্থিত থেকে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন এবং গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন — আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), বাচ্চু (৫৫), জসীম উদ্দিন (৪০), মামুন, কাওসার (৩৭), মুনসুর (৫৫), রতন (৩৭), জামাল (৩৮), শিপন (৩৮), আলামিন (৩৭), জুয়েল (৪০), রাজীব (৪০), আকাশ মিয়া (২৪) এবং মিজানুর রহমান (৩৩)।
জেলা প্রশাসন ও পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
 
 

