সারাদেশ

ফতুল্লায় মেয়ের বাড়ি বেড়াতে এসে নিখোঁজ বৃদ্ধ

ফতুল্লায় দক্ষিণ সস্তাপুর এলাকার ‘স্বপ্ন’ শপিং সেন্টারের সামনে থেকে মোহাম্মদ মোবারক (৬০) নামের এক বোবা ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার (১০ অক্টোবর) ফজর নামাজ আদায় করতে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি।

নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা লুঙ্গি, কাঠালি রঙের পাঞ্জাবি, টুপি ও গামছা। গায়ের রঙ ফরসা এবং উচ্চতা আনুমানিক ৬ থেকে ৭ ফুট।

এ ঘটনায় নিখোজের ৪দিন পর ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। 

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ মোবারকের গ্রামের বাড়ি জামালপুর জেলার শরিষা এলাকায়। তিনি কিছুদিন আগে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি কথা বলতে পারেন না (বোবা), ফলে পরিচয় জানাতে সমস্যা হতে পারে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান, অনুগ্রহ করে ০১৬১৪৯৪২১৮২, ০১৭০৬১১৬৩০২ নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Back to top button