সারাদেশ
ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসাম্মৎ লায়লা (৩০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লায়লা ওই এলাকার মৃত রব মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে লায়লা ঘরের চালের ওপর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। তা দেখে প্রতিবেশী দুইজন মধ্যবয়সী ব্যক্তি দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।