সারাদেশ

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু

ফতুল্লায় মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফতুল্লার শেহারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেহারচর বড়বাড়ি এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫৩) এবং কন্যা লামিয়া আক্তার (২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, কয়েক দিন আগে বৃষ্টির পানিতে তাদের বাড়ির উঠান প্লাবিত হয়। পানি নিষ্কাশনের জন্য উঠানে একটি মোটর বসানো হয়। শনিবার বিকেলে মোটরটিতে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ে। প্রথমে মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন রোকসানা পারভীন। তাকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মেয়ে লামিয়া আক্তারও। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Back to top button