সারাদেশ

ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে ফতুল্লা থানা বিএনপি।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফতুল্লা শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড হয়ে জেলা পরিষদ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সহসভাপতি শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল প্রধান, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

Leave a Reply

Back to top button