সারাদেশ

ফতুল্লায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে ‘এমভি মনপুরা’ নামে একটি তেলবাহী ট্রলারে বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, এ ঘটনার জন্য কারও কোনো গাফিলিতি আছে কি না, পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

গত ২৬ জুন দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ড ঘটে। দুপুরে সাড়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ট্রলার থেকে এজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল ছিল।

 

 

Back to top button