সারাদেশ
ফতুল্লায় তালাবদ্ধ বাথরুম থেকে মীর সোহেলের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি ও যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন (৪০) কে বাথরুমের তালা ভেঙ্গে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠ এলাকা থেকে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
গ্রেপ্তার শাহিন ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলীর ঘনিষ্ঠ সহযোগী।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, শাহিন বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।