সারাদেশ
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত এমএস ডাইং ও ফেয়ার অ্যাপারেলসে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দগ্ধরা সকালে কারখানার নিচ তলায় থাকা বয়লার রুমে কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে একটি বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন জ্বলে ওঠে এবং ৬ জন দগ্ধ হন। দগ্ধদের সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তারা আইসিইউতে ভর্তি আছেন।

