সারাদেশ
ফতুল্লায় টাকলা শামীম গ্রেপ্তার

ফতুল্লায় নিরাপত্তাকর্মীকে ভয় দেখিয়ে জোরপূর্বক সিমেন্ট ও বালু চুরির অভিযোগে যুবলীগ নেতা শামীম ওরফে টাকলা শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শামীম রেইনবো মোড় এলাকার মৃত জলিল মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে ফতুল্লার দাপা পোস্ট অফিস রোডস্থ রেইনবো মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এর সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কারখানার ভিতরে একটি নতুন ভবন নির্মাণের জন্য আনা এক ট্রাক সিমেন্ট ও বালু রাতের অন্ধকারে শামীম ও তার সহযোগীরা কারখানার নিরাপত্তাকর্মীকে ভয় দেখিয়ে জোরপূর্বক নিয়ে যায়। এই ঘটনায় কারখানার মালিক আসাদ ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।