সারাদেশ

ফতুল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় ঋতু আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হাজীগঞ্জ এলাকার ইমামউদ্দিনের বাড়ির নিচতলার ভাড়াবাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে ওই ভাড়া বাসায় ওঠেন দম্পতি। প্রায় তিন বছর আগে প্রেমের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এদিকে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে আত্মহত্যা বললেও, নিহতের বাবা মো. কাশেম মিয়ার অভিযোগ, তার মেয়েকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে।

ফতুল্লা থানার এসআই সঞ্জীব জোয়াদ্দার বলেন, খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রকৃত কারণ জানা যাবে।

Back to top button