সারাদেশ

ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় ভাড়া থাকতো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মগঞ্জ এলাকার চালক মো. সাগর (৩০) বেপরোয়া গতিতে অটোরিকশা চালানোর সময় আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় চালক সাগর শিশুটিকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত জানান, নিহত শিশুর পরিবার মামলা করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Back to top button