ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান

ফতুল্লায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জেলা প্রশাসন। এসময় প্রায় ৮শ’ ২৫ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। সেই সাথে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার কাশীপুরের ডিক্রীরচর খেয়াঘাট সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসীন কবির। এসময় উপস্থিত ছিলেন র্যাবের এএসপি আল মাসুদ খান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল মাহমুদ।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ফতুল্লার কাশিপুর এলাকায় অবস্থিত এস. এম. প্যাকেজিং নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, প্রদর্শন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

