ফটো সাংবাদিক শিপন আর নেই

দৈনিক খবরের পাতার সিনিয়র ফটো সাংবাদিক শিপন আহম্মেদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার আনুমানিক রাত ২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর।
মরুহুমের জানাজার নামাজ মঙ্গলবার দুইটি স্থানে অনুষ্ঠিত হয়েছে। প্রথম জানাজা আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দেওভোগ লেকপাড় (শুক্কুর কারী মসজিদ সংলগ্ন) দেওভোগ বড় জামে মসজিদ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা বাদ জোহর মরহুম শিপন আহমেদের পৈত্রিক বাড়ি দক্ষিণ নলুয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
মরহুম শিপন আহমেদের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।