প্রেসক্লাবে মতবিনিময় কালে গিয়াসউদ্দিন ‘কারো চরিত্র হনন করে নিউজ করবেন না’

নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সাংসদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় গিয়াসউদ্দিন বলেন, প্রেসক্লাবের সুনাম সুখ্যাতি যত বেশি অর্জিত হবে সেটার গৌরব আমাদের সকলের। যারা প্রেসক্লাবের পেশায় আছেন আপনারা আদর্শিক পেশার মধ্য দিয়ে ও আদর্শিক দিক নির্দেশনা দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের লিখার মাধ্যমে সঠিক বিষয়টা যত বেশি প্রকাশ করবেন তত বেশি আপনাদের মর্যাদা ও সুনাম বাড়বে। যত সুনাম এ প্রেসক্লাবের ও নারায়ণগঞ্জের একজন সাংবাদিকের হবে সেটার অংশিদারিত্বও আমার আছে। তাই কারো চরিত্র হনন করে আপনারা নিউজ করবেন না।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী, সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর জি এম সাদরিল, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান।
প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-সভাপতি আবু সাউদ মাসুদ, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যনির্বাহী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালামসহ প্রমুখ।