প্রশাসনকে গিয়াস ‘বানভাসির অর্থ যারা লুট করেছে তাদের শাস্তির ব্যবস্থা করুন’

বানভাসি মানুষের জন্য সরকার থেকে যারা কোটি কোটি টাকা অর্থ এনেছে সেই অর্থ কোথায় গেলো? প্রশাসনের কাছে দাবি, এগুলো তদন্ত করে যারা এই অর্থ লুটপাট করে খেয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
রোববার (৩ আগস্ট) ডিএনডি জলাবদ্ধতার কারণে ফতুল্লাবাসীর জনদূর্ভোগ নিরসনের লক্ষ্যে উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, যারা ইউনিয়ন পরিষদে ছিল সরকার থেকে টাকা নিয়েছে, ট্যাক্সের পয়সা তুলেছে সেই টাকা দিয়ে কি করেছে সেগুলোও তদন্ত করে দেখা হোক। এই ১৬ বছর কিভাবে তারা লুটপাট করে খেয়েছে যারা এই লুটপাটের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হোক।
সাবেক এ এমপি বলেন, নারায়ণগঞ্জের গডফাদার বারবার বলেছে, সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এনেছে ডিএনডির মানুষের জলাবদ্ধতা দূর করার জন্য। কিন্তু কোন মানুষ এই কাজ দেখে নাই, কোন উপকার পায় নাই। সামান্য বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট, বাড়িঘর, শিল্প কলকারখানা, স্কুল কলেজ মাদ্রাসায় ধর্মীয় প্রতিষ্ঠান তলিয়ে যায়। মানুষ যাতায়াত করতে পারে না, বাজার সদাই করতে পারে না, একেবারে এখানের জনজীবন বিপন্ন। বারবার তারা দাবী করেছে জলাবদ্ধতা নিরসন করার জন্য।
বানবাসি মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে জেলা প্রশাসক ইতিমধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস নিয়েছেন উল্লেখ করে বিএনপির সাবেক সভাপতি বলেন, আমি ইতিমধ্যে দুই দুইবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এই জলাবদ্ধতা দূর করে জনগণের দুর্দশা লাগব করার জন্য অনুরোধ করেছি, যার অনুলিপি আমি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দিয়েছি। আমরা আশা করব নারায়ণগঞ্জের জেলা প্রশাসন আমাদের এই জনগণের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে, এই স্মারকলিপি কতটুকু বাস্তবসম্মত এবং নেয়সম্মত বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেবেন।
এসময় উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোহাম্মদ সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, থানা বিএনপির সাবেক সাধারণ এম. এ হালিম জুয়েল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ ও ভানবাসী মানুষেরা।