সারাদেশ

সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্বিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের ছবি সংবলিত প্রচার মুলুক ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফ প্রধানের প্রচারিত জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত (গিয়াস উদ্দিন সাহেবকে এমপি হিসাবে দেখতে চাই) এই পোস্টার রাতের আঁধারে শত্রুতা করে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগর ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এতে, ব্যানার ছিঁড়ে ফেলার কারণে অনুসারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ছবি ছড়িয়ে পড়াতে রাজনৈতিক মহলেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সোনারগাঁয়ে গিয়াসের অনুসারীরা বলেন, তিনি সকলের কাছে একজন গ্রহণযোগ্য নেতা। তাদের ধারণা এই ব্যানার ছিঁড়ে ফেলার পেছনে নিজ দলীয় প্রতিপক্ষ থাকতে পারে। যা এক ধরণের অনৈতিক ও নোংরা রাজনীতির অংশ। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

Back to top button