সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) শহরের খানপুর নতুন রাস্তায় সদর থানা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।এ সময় রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে বিভিন্ন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ডের যুবদল নেতা-কর্মীরা অংশ নেন।

মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সজলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগগ্ম আহ্বায়ক শেখ মোহামম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, প্রতিটি বৃক্ষ একটি প্রাণ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির এই সময়ের বৃক্ষরোপণই পারে আমাদের বাঁচাতে। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মহান বিনিয়োগ। বিএনপি ও যুবদল সর্বদা দেশের মাটি, মানুষ ও পরিবেশ রক্ষায় বিশ্বাসী।

তারা আরও বলেন, আমরা চাই প্রত্যেক যুবদলের নেতাকর্মীরা যেন অন্তত একটি করে গাছ রোপণ করে তার যত্ন নেয়। এতে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি আমাদের ভবিষ্যৎও হবে সবুজ ও নিরাপদ। এই ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যুবদল জনকল্যাণে কাজ করে যাবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

 

Leave a Reply

Back to top button