সারাদেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে মুজাহিদ মল্লিকের ব্যানার কেড়ে নিল মান্নান

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে নিজ আসনের অপর এক এমপি প্রার্থী আল মুজাহিদ মল্লিকের ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এ ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। আল মুজাহিদ মল্লিক লন্ডনে থাকায় কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি। তবে তার নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া হয়।
জানা যায়, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। সেখানে উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে উপস্থিত হন। এক পর্যায়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এমপি প্রার্থী মুজাহিদের নেতাকর্মীদের দিকে তেড়ে গিয়ে তার ব্যানার ছিনিয়ে নেন।
সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম জানান, তারা আল মুজাহিদ মল্লিকের ব্যানার ফেস্টুন নিয়ে জেলা বিএনপির আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন। এসময় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তেড়ে এসে ব্যানার ছিনিয়ে নেন।
সোনারগাঁ উপজেলা যুবদল নেতা সোহেল রানা বলেন, একটি আসনে একাধিক প্রার্থী থাকতেই পারে। সেখানে আল মুজাহিদ মল্লিকের ব্যানার দেখে উত্তেজিত হয়ে ব্যানার কেড়ে নেন। বিষয়টি খুবই দুঃখজনক।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, আজহারুল ইসলাম মান্নান নিজেকে প্রার্থী নয়, এমপি মনে করেন। কেউ তার প্রতিদ্বন্ধী হলেই তাকে বিভিন্নভাবে নাজেহাল করেন। এমন আচরণ থেকে তার সড়ে আসা উচিত।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সাথে কথা হলে তিনি জানান, এরকম ঘটনা ঘটেনি। যদি তাদের কাছে কোনো ভিডিও থাকে দেখাতে বলো।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নেই। এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই নিন্দনীয়। এমন করা উচিত হয়নি।