সারাদেশ

প্রজেক্টরে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন মহানগর যুবদলের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেওয়া ঐতিহাসিক সাক্ষাৎকার সাধারণ জনগণের সামনে তুলে ধরার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে  শহরের হাজীগঞ্জ গুদারাঘাটে এই সাক্ষাৎকারটির পূর্ণ প্রচারের আয়োজন করা হয়। 

এ সময় যুবদলের অসংখ্য নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়ে সাক্ষাৎকারটি দেখেন এবং মনোযোগ দিয়ে প্রিয় নেতার কথাগুলো শোনেন।

যুবদলের নেতৃবৃন্দরা জানান, তারেক রহমানের বক্তব্যে দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দিকনির্দেশনা স্পষ্টভাবে উঠে এসেছে। তারা মনে করেন, এই সাক্ষাৎকার দেশের তরুণ প্রজন্মের মধ্যে নতুন রাজনৈতিক চেতনা সৃষ্টি করবে।

Leave a Reply

Back to top button