সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী মাজেদুল হক 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী মাজেদুল হক 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলায় প্রচলিত দৈনিক যুগেরচিন্তা পত্রিকায় “আহবায়কের ভাগীনা পরিচয়ে মাজেদুল বেপরোয়া ও মাজেদুল এখন ভূঁইগড়ের মূর্তিমান আতঙ্ক” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও ভূইগড় রুপায়ন টাউনের উপদেষ্টা মো. কাজী মাজেদুল হক মাজু।

 

শনিবার (২৬ জুলাই) বিকালে একটি প্রতিবাদ বিবৃতি’র মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।

 

এসময় কাজী মাজেদুল হক মাজু বিবৃতিতে আরও জানান, ২৫/০৭/২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলায় প্রচলিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় “আহবায়কের ভাগীনা পরিচয়ে মাজেদুল বেপরোয়া ও ২৬/০৭/২০২৫ ইং তারিখে মাজেদুল এখন ভূঁইগড়ের মূর্তিমান আতঙ্ক” শিরোনামে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, প্রকৃতি পক্ষে সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য একটি কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য ও সাজানো কথা বলে এমনটা করেছে। আমি কেমন মানুষ এটা যাচাই করা জন্য আমার এলাকার মসজিদ মাদ্রাসা-স্কুল কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা জাতির দর্পন দয়া করে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি একটু যাচাই বাছাই করে দেখবেন। আশা করি তাহলে সত্য ঘটনা উন্মোচিত হবে। তাছাড়া আমি প্রকাশিত সংবাদের উপর চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যদি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত থাকি তা প্রমাণ করতে পারে তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে মাথা পেতে নিবো।

Leave a Reply

Back to top button