সারাদেশ

প্রকাশিত খবরের প্রতিবাদ জানালো ছাত্রলীগ নেতা রিয়াদ

নারায়ণগঞ্জে সম্প্রতি কয়েকটি গনমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে স্যোশাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও ছাত্র-ছাত্রী সংসদের ভিপি হাবিবুর রহমান রিয়াদ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে নিজের আইডিতে পোস্টটি দেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে রিয়াদ বলেন, প্রিয় নারায়ণগঞ্জবাসী আসসালামু আলাইকুম, আমি সাম্প্রতিক লক্ষ্য করছি চরিত্রহননকারি দুয়েকটি বিতর্কিত পত্রিকা ও অনলাইন উদ্দেশ্য প্রনোদিতভাবে আমার নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচার করছে যার কোন ভিত্তি নেই।আমি জানিনা তারা কেনইবা ভিন্ন উদ্দেশ্য নিয়ে এগুলি করছে।হয়তো মাদক ব্যবসায়ীদের পক্ষে হলুদ সাংবাদিকদের একটা আগ্রাসন চলছে।এলাকায় ঘটে যাওয়া যে কোন নিন্দনীয় ঘটনা ও অপকর্মের আমি সুষ্ঠু তদন্ত দাবি করছি, বিচার চাইছি।যারা অপরাধ করে তাদের পরিচয় অপরাধী।দীর্ঘ সময়ে মাদক,সন্ত্রাসী, ভূমিদস্যু ও ইভটিজিং এর বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা পালন করে চলছি।যেকোন সামাজিক অপরাধ ও হত্যাকান্ডের আমি, আমার পরিবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রিয়াদ আরও বলেন, যে সব অপপ্রচারকারি হলুদ সাংবাদিক আমার নাম ব্যবহার করছেন,উছিলা দিচ্ছেন দোয়া করছি আমার নাম বিক্রি করে যা পাবেন আপনাদের ছেলেমেয়ের ও ঘর সংসার চলুক।মিথ্যা, অপপ্রচার কর অযথা মানুষকে নিয়ে ষড়যন্ত্র আপনাদের জীবনকে কলুষিত করবে এখন অথবা ভবিষ্যতে। সঠিক,বস্তুনিষ্ঠ,সুষ্ঠুধারার সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ থাকবে আপনারা সঠিক তথ্য তুলে ধরুন,আপনারা জাতি চোখ,আপনাদের প্রতি সাধারণ মানুষের আস্থা আছে।যাতে সামাজিক অপরাধকারি সন্ত্রাসীদের বিচার হয়,প্রতিরোধ করা যায়।যেই হোক যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিরযোগ্য ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাছি।

Back to top button